জালালাবাদ মেডিকেলে কলেজে ন্যাশনাল ইন্টারমেডিকেল ফটোগ্রাফী এক্সিবিশন

 

ডেস্ক রিপোর্ট:

সিলেটের প্রথম ও দেশের অন্যতম সেরা বেসরকারি মেডিকেল কলেজ জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজে অনুষ্ঠিত হয়েছে দেশের ৩৫টি মেডিকেল কলেজের ফটোগ্রাফি সোসাইটির অংশগ্রহণে আর্টিস্টিক এ্যাসথেটিক্স ৩.০: ন্যাশনাল ইন্টারমেডিকেল ফটোগ্রাফী এক্সিবিশন-২০২০। দুইদিন ব্যাপী প্রদর্শনী ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার ১৩ ফেব্রæয়ারি সকালে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা ড. সৈয়দ রাগীব আলী। কলেজের ফটোগ্রাফি ক্লাবের চেয়ারপার্সন অধ্যাপক শামীমা আখতারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবেদ হোসেন, উপাধ্যক্ষ অধ্যাপক এ.কে.এম. দাউদ, হাসপাতালের পরিচালক অধ্যাপক মো. তারেক আজাদ।

প্রদর্শনী ও প্রতিযোগিতায় ক্যামেরা ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেন জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের ছাত্র সুলতান এম. আযওয়াদ কাইয়ূম, ১ম রানার আপ হয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ডা. মো. ওমর ফারুক, ২য় রানার আপ হয়েছেন নর্থ ইস্ট মেডিকেল কলেজের ছাত্র ধ্রæবজিত দেব। মোবাইল ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেন রাজশাহী মেডিকেল কলেজের ছাত্র মো. মনোয়ার হোসেন, ১ম রানার আপ হয়েছেন জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের ছাত্রী আকৃতি কার্কী, ২য় রানার আপ হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের ছাত্রী আয়েশা মজুমদার।

ফটোগ্রাফী প্রদর্শনী ও প্রতিযোগিতা অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকাস্থ ইউনাইটেড হাসপাতালের অনকোলজি বিভাগের কনসালটেন্ট এবং স্বনামধন্য ফটোগ্রাফার ডা. রাশিদ-উন-নবী। অনুষ্ঠান তত্ত¡াবধানে ছিলেন অত্র কলেজের ফটোগ্রাফি ক্লাবের প্রেসিডেন্ট রাফিদ আজিজ চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট দিপু তরফদার এবং জেনারেল সেক্রেটারী জাকির হোসেন মামুন।