মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে আইওটি ডিভাইস হ্যান্ডওভার

 

ডেস্ক রিপোর্ট:

সিলেটের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে বুধবার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ‘আইওটি ডিভাইস হ্যান্ডওভার’ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে ‘আইওটি’ প্রযুক্তি নিয়ে বিদ্যমান গবেষণাকে ত্বরান্বিত করার লক্ষ্যে স্বনামধন্য বহুজাতিক সফটওয়ার কোম্পানি ‘এসজে ইনোভেশন’ এর পক্ষ থেকে বিভিন্ন ধরনের ‘আইওটি ডিভাইস তুলে দেয়া হয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডঃ এ এস এম ইফতেখার উদ্দিন এর হাতে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর শিব প্রসাদ সেন, মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাষ্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী, স্কুল অব সায়েন্স অ্যান্ড টেকনোলোজির ডীন প্রফেসর ড. নজরুল হক চৌধুরী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. এ এস এম ইফতেখার উদ্দিন, ছাত্র কল্যাণ উপদেষ্টা প্রফেসর চৌধুরী মো. মোকাম্মেল ওয়াহিদ।

এছাড়া বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমন্ডলি, ছাত্রছাত্রীবৃন্দ ও ‘এসজে ইনোভেশন’ এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য উপস্থাপন করেন ‘এসজে ইনোভেশন’ নিউইয়র্ক শাখার ম্যানেজার সাইদ আহমেদ। তিনি এই বিশ্ববিদ্যালয়ের ‘আইওটি’ প্রযুক্তি বিষয়ক বিভিন্ন কর্মকান্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতে তার প্রতিষ্ঠানের পক্ষ থেকে সহযোগিতা অব্যহত রাখার আশ্বাস দেন ।

অনুষ্ঠানে বক্তারা ‘আইওটি’ প্রযুক্তির গ্রুরুত্ব এবং প্রয়োগ বিষয়ক মূল্যবান বক্তব্য প্রদান করেন এবং ‘এসজে ইনোভেশন’ এর এই যুগোপযোগী উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ।