জকিগঞ্জের হাওরে মাছ শিকারি সেজে ডাকাত আটক

 

ডেস্ক রিপোর্ট:

সিলেট জেলার জকিগঞ্জ থানার একটি হাওরে পুলিশের একটি দল মাছ শিকারি সেজে ডাকাত গ্রেফতার করেছে। বুধবার সন্ধ্যা ৬ টায় ওই অভিযান চালানো হয় কচুকলি হাওরে। গ্রেফতার করা হয় ডাকাতি মামলার আসামি লোহার সাঙ্গন গ্রামের আবদুল গফুরের পুত্র মো. জসিম উদ্দিন সিকদার।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জকিগঞ্জ থানার বুরহান পুর গ্রামে সৌদি প্রবাসী আবদুল জব্বারের বাড়িতে ডাকাতির ঘটনায় মামলা হয়। ওই ঘটনার পর পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সন্দেহভাজন ২ ডাকাতকে গ্রেফতার করে। এই দুই ডাকাত পুলিশের কাছে স্বীকারোক্তি দেয় যে, ঘটনার সাথে জসিম সিকদার জড়িত। বিষয়টি নিশ্চিত হয়ে জসিমকে গ্রেফতারের জন্যে ছক আঁকেন পুলিশ। পরিকল্পনা অনুযায়ী পুলিশ ঘটনার দিন মাছ শিকারের অজুহাতে হাওরে নামেন। আটক করতে সক্ষম হয় জসিম সিকদারকে। পুলিশ জানিয়েছে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।