পিপি হিসেবে নিয়োগ পেলেন এডভোকেট নিজাম উদ্দিন

 

ডেস্ক রিপোর্ট:

 

সিলেটের প্রধান আইন কর্মকর্তা (পাবলিক প্রসিকিউটর) পদে নিয়োগ পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিজাম উদ্দিন।

রোববার (৯ ফেব্রুয়ারি) পাবলিক প্রসিকিউটর বা পিপি পদে তাকে নিয়োগ দেয়া হয়। তাঁর এ নিয়োগের মধ্য দিয়ে প্রায় একদশক ধরে দখলে থাকা পিপি পদ ছাড়তে হচ্ছে আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজকে।

ওয়ান ইলিভেনের পর ২০০৯ সালে পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে নিয়োগ পান অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। এর পর থেকে পাবলিক প্রসিকিউটর পদে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।

রাষ্ট্রপক্ষে নিয়োগকৃত কৌসুলিকে পাবলিক প্রসিকিউটর, আর আসামি পক্ষের নিয়োজিত আইনজীবীকে ডিফেন্স লইয়ার বলে। যেসব ফৌজদারী মামলায় সরকার বাদি অর্থাৎ পুলিশের রিপোর্টের ভিত্তিতে গৃহীত মামলাসমূহ পরিচালনার জন্য রাষ্ট্রপক্ষে যে কৌসুলি নিয়োগ করা হয় তাকে পিপি বা পাবলিক প্রসিকিউটর বলে।’

ফৌজদারি কার্যবিধির ৪৯২ ধারার ক্ষমতাবলে রাষ্ট্র সরকারি আইন কর্মকর্তা তথা এ্যাটর্নি জেনারেল, জেলার প্রধান আইন কর্মকর্তা (পাবলিক প্রসিকিউটর-পিপি) নিয়োগ প্রদান করেন।