কোম্পানীগঞ্জে হত্যা মামলার আসামি গ্রেফতার

ডেস্ক রিপোর্ট:

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা থেকে চাঞ্চল্যকর বুলবুল হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

সোমবার বিকাল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (সিলেট ক্যাম্প) একটি অভিযানিক দল এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে কোম্পানীগঞ্জ থানাধীন ভোলাগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীর বাবুল ওরফে চেয়ারম্যান বাবুল (৩৫), উপজেলার জালিয়ারপার গ্রামের আব্দুল খালিকের ছেলে।

তাকে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার মো. সামিউল আলম।