জকিগঞ্জে ১৮৮০ পিস ইয়াবাসহ আটক ১

ডেস্ক রিপোর্ট:

সিলেটের জকিগঞ্জ উপজেলার বড়পাথর এলাকা থেকে ১৮৮০ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে র‌্যাব-৯।

মঙ্গলবার ভোর সোয়া ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, স্পেশাল কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে উয়াবাসহ আটক করেন।

আটককৃত আসামী আব্দুল জলিল (৫০) উপজেলার বিরশ্রী ইউনিয়নের বড়পাথর এলাকার মৃত আহমদ আলীর ছেলে।

উদ্ধারকৃত আলামতসহ তাকে সিলেট জেলার জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার মো. সামিউল আলম।