জকিগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ২

 

ডেস্ক রিপোর্ট:

র‌্যাব-৯ এর একটি দল সিলেটের জকিগঞ্জ থানার আছামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে ৬৯২ পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতার মোস্তাক আহমদ জকিগঞ্জের উত্তরকুলের আবদুল খালিকের পুত্র ও সেবুল আহম্মেদ দিঘালিকা গ্রামের এনাম উদ্দিনের পুত্র।

মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মেজর মো. শওকাতুল মোনায়েম ও এএসপি নাহিদ হাসানের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়। আলামতসহ ২ আসামিকে জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।