সিলেটে পূবালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন

 

ডেস্ক রিপোর্ট:

পূবালী ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম খান চৌধুরী বলেছেন, ’ ব্যাংকিং বিধি-বিধান মেনে কাজ করার মাধ্যমে ইতোমধ্যে পূবালী ব্যাংক জনগণের আস্তার প্রতীকে পরিণত হয়েছে। উন্নত গ্রাহক সেবার ধারাবাহিকতা বজায় রেখে জনগণের এ আস্তাকে আরও নতুন উচ্চতায় নিয়ে যেতে হবে। আর এতে করে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি পর্যায়ে সফলতা আসবে।’ শফিউল আলম খান চৌধুরী গতকাল শনিবার পূবালী ব্যাংকের সিলেট পূর্ব ও পশ্চিম অঞ্চলের ২০২০ সালের ১ম শাখা ব্যবস্থাপক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সংশ্লিষ্টদের উদ্দেশে এসব কথা বলেন।

সিরেট নগরের শাহজালাল রোডস্থ স্টেশন ক্লাব লিমিটেডের মিলনায়তনে পূবালী ব্যাংক লিমিটেডের সিলেট প্রিন্সিপাল অফিস আয়োজিত দিনব্যাপী এ সম্মেলনে সভাপতিত্ব করেন উক্ত অফিসের মহা-ব্যবস্থাপক এরশাদুল হক।

পূবালী ব্যাংকের টেকনিক্যাল রোড শাখার এসিস্ট্যান্ট জুনিয়র অফিসার মোছা: সায়েমা সুলতানার সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন, ব্যাংকের প্রধান কার্যালয়ের নিরীক্ষা ও পরিদর্শন বিভাগের মহা-ব্যবস্থাপক ও বিভাগ প্রধান এম. শাহনেওয়াজ চৌধুরী, প্রধান কার্যালয়ের মহা-ব্যবস্থাপক ও বোর্ড সেক্রেটারী জাহিদ আহসান, সিলেট পূর্বাঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক জিয়াউল হক চৌধুরী, পশ্চিমাঞ্চল প্রধান ও উপ-মহা ব্যবস্থাপক মো: মশিউর রহমান খান।
উপস্থিত ব্যাংকের নির্বাহীবৃন্দ সম্মেলনে অংশ নেয়া ব্যবস্থাপক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে নিজ নিজ শাখার সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন ও ব্যবসায়ীক লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ব্যাংকের চৌধুরী বাজার শাখার কর্মকর্তা মো. ইফজালুল হক ও পবিত্র গীতা পাঠ করেন পাগলা বাজার শাখার ব্যবস্থাপক রুনু চক্রবর্তী। শাখা ব্যবস্থাপক সম্মেলনে ব্যাংকের সিলেট পূর্ব ও পশ্চিম অঞ্চলের ৫৫টি শাখার ব্যবস্থাপক, ইসলামী উইন্ডো ইনচার্জ ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ অংশ নেন।