কোম্পানীগঞ্জে অস্ত্রসহ গ্রেফতার ২

 

ডেস্ক রিপোর্ট:

র‌্যাব-৯ এর একটি দল সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভোলাগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন একটি রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবারসহ ২ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতার আমির হোসেন কোম্পানীগঞ্জ থানার নতুন বালুচরের কামাল উদ্দিনের পুত্র এবং অপু শর্মা সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার ধরের পাড় গ্রামের জীতেন্দ্র শর্মার পুত্র।

মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ অফিসার মো. সামিউল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে ৭ ফেব্রæয়ারি সন্ধ্যায় ওই অভিযান চালানো হয়। অস্ত্রসহ ওই ২ আসামিকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।