খালেদার জিয়ার মুক্তি কামনায় সিলেটে বিএনপির দোয়া মাহফিল

 

ডেস্ক রিপোর্ট:

সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে বেগম খালেদার জিয়ার মুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া মাহফিল করেছে। বিএনপির কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে শুক্রবার বাদ আসর হযরত শাহজালাল (র.) মাজার সংলগ্ন জামে মসজিদ প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে জেলা ও মহানগর বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মাহফিলে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রæত কারামুক্তি, সুস্থ্যতা ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকো’র মাগফেরাত, তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু, নিখোঁজ জননেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার ও জুনেদ আহমদ, গাড়ী চালক আনসার আলী সহ গুমকৃত নেতাকর্মীদের সন্ধান কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর সভাপতি নাসিম হোসাইন, সহসভাপতি কাউন্সিলার রেজাউল হাসান কয়েস লোদী, আব্দু সাত্তার, মুফতি বদরুন নুর সায়েক, আমির হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, মাহবুব কাদির শাহী ও হুমায়ুন আহমদ মাসুক, সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আহমদ মুকুল, দফতর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো, প্রকাশনা সম্পাদক জাকির হোসেন মজুমদার, বিএনপি নেতা ইউনুস মিয়া, হাবিব আহমদ চৌধুরী শিলু, মুফতি নেহাল উদ্দিন, আফজাল উদ্দিন, আব্দুল কাহের, আব্দুল জব্বার তুতু, মুফতি রায়হান উদ্দিন মুন্না, আনোয়ার হোসেন মানিক, তোফাজ্জুল হোসেন বেলাল, সাহিবুর রহমান সুজান, নজির হোসেন, উজ্জল রঞ্জন চন্দ, কয়েস আহমদ সাগর, দেলোয়ার হোসেন চৌধুরী, আব্দুর রহিম মল্লিক, এম মখলিছ খান, দেলোয়ার হোসেন রানা, রফিকুল ইসলাম, লিটন আহমদ, জাবেদুল ইসলাম দিদার, কল্লোল জ্যোতি বিশ^াস জয়, এহতেশামুল হক সবুজ, ওসমান গণি, এম. এ পলাশ, শামসুল আলম, মহানগর ছাত্রদল সভাপতি সুদীপ জ্যোতি এষ ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান, ছাত্রদল নেতা তোফায়েল আহমদ, আব্দুল করিম জোনাক, রুবেল ইসলাম, হাবিবুর রহমান হাবিব ও আব্দুল মুকিত সুমেল, সিলেট জেলা বিএনপি নেতৃবৃন্দের মধ্যে থেকে উপস্থিত ছিলেন, জেলা আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার, আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট আব্দুল গাফফার, আলী আহমদ, আব্দুল কাইয়ুম চৌধুরী, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, সিদ্দিকুর রহমান পাপলু, আব্দুল আহাদ খান জামাল, বিএনপি নেতা একেএম তারেক কালাম, নিজাম উদ্দিন জায়গীরদার, সুরমান আলী, আল মামুন খান, বজলুর রহমান ফয়েজ, এম এ মালেক, বুরহান উদ্দিন, আব্দুল লতিফ খান, আব্দুল মালেক, আব্দুল ওয়াহিদ সুহেল, আজির উদ্দিন, আব্দুর রহমান, আক্তার হোসেন রাজু, জাকারিয়া আরেফিন ফয়সল, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, বিএনপি নেতা জমির উদ্দিন মেম্বার, অলিউর রহমান, ফখরুল ইসলাম রুমেল, আমিনুল ইসলাম আমিন, মাহবুব আলম, আব্দুল খালিক, আজিজুল হক আরজু, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম, ছাত্রদল নেতা জহুরুল ইসলাম রাসেল, আব্দুস সালাম টিপু, আশরাফ উদ্দিন রুবেল, কামরান আহমদ ও আব্দুল মুকিত প্রমূখ।