মোগলাবাজারে ইয়াবাসহ গ্রেফতার ১

 

ডেস্ক রিপোর্ট:

র‌্যাব-৯ এর একটি দল সিলেট দক্ষিণ সুরমার মোগলাবাজারে অভিযান চালিয়ে ৬৯৫ পিস ইয়াবা ও ২৬ হাজার ৬০ টাকাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। গ্রেফতার মো. আমিন উদ্দিন সম্রাট গোলাপগঞ্জ থানার লক্ষনাবন্দ গ্রামের গৌছ উদ্দিনের পুত্র।

মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার দুপুরে মেজর মো. শওকাতুল মোনায়েমের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার আমিনকে মোগলাবাজার থানায় সোপর্দ করা হয়েছে।