কেন্দ্রীয় যুবদলে সিলেট বিভাগের তিনজন স্থান পেয়েছেন

 

ডেস্ক রিপোর্ট:

যু্বদলের কেন্দ্রীয় কমিটিতে সিলেট বিভাগের তিন নেতা স্থান পেয়েছেন। সিলেট জেলার কেউ স্থান না পেলেও সুনামগঞ্জের একজন, মৌলভীবাজারের একজন ও হবিগঞ্জের একজন স্থান পেয়েছেন।

এরা হলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি আনসার উদ্দিনকে সহসভাপতি (সিলেট বিভাগ), হবিগঞ্জের ইলিয়াস মিয়াকে সহ সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জা‌কির হো‌সেন উজ্জ্বলকে সহ সাংগঠ‌নিক সম্পাদক (সি‌লেট বিভাগ) ম‌নোনীত করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১১৪ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেন।