মোগলাবাজারে গ্রেফতারি পরোয়ানার আসামি গ্রেফতার

 

নিজস্ব প্রতিবেদক:

র‌্যাব-৯ এর একটি দল সিলেট দক্ষিণ সুরমার মোগলাবাজারে অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানার এক আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতার মো. হেলাল মিয়া দক্ষিণ সুরমার ভার্থখলার মৃত সোহাগ মিয়ার পুত্র।

মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় বৃহস্পতিবার রাতে মেজর মো. শওকাতুল মোনায়েম ও এএসপি নাহিদ হাসানের নেতৃত্বে মোগলাবাজারের খালোমুখ এলাকায় অভিযান চালিয়ে হেলালকে গ্রেফতার করে। তাকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।