প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচি পোস্ট: সিলেটে গ্রেফতার এক যুবক

 

নিজস্ব প্রতিবেদক:

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, একাধিক সংসদ সদস্য ও পুলিশ সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য ও ছবি পোস্ট করায় এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৯। বৃহস্পতিার রাত পোনে ১২ টায় সিলেট নগরীর কুয়ারপার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হাবিবুল আহমদ হাবিবুর রনি নগরীর ইঙ্গুলাল রোডের হানিফ আহমদের পুত্র।

মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়। গ্রেফতার হাবিবকে সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।