বিয়ানীবাজারে মোটরসাইকেল দূর্ঘটনায় এক প্রবাসী নিহত

ডেস্ক রিপোর্ট

সিলেট জেলার বিয়ানীবাজার-সিলেট সড়কের বৈরাগীর আব্দুল্লাহপুর এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে দুর্ঘটনায় কবলিত হলে স্থানীয়রা উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তির ফারুক উদ্দিন দুবাগ ইউনিয়নের মেওয়া গ্রামের মৃত মজনু মিয়ার পুত্র। তিনি সৌদি প্রবাসী ছিলেন। বেশ কিছুদিন থেকে বাড়িতে অবস্থান করছেন।

স্থানীয়রা জানান, বৈরাগীবাজার ত্রিমূখী পার হয়ে সড়কের অল্প কিছু দূর যাওয়ার পর তিনি দুর্ঘটনায় পড়েন। সড়কের পাশে তাঁর মোটর সাইকেল (সিলেট-হ ১২-৬৭৯৯) পড়েছিল। মোটর সাইকেলের পাশেই তাঁর রক্তাক্ত দেহ প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

স্থানীয়দের ধারণা, বিয়ানীবাজার থেকে বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা কোনো গাড়ির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।