সিলেটে মহিলা আ‘লীগের মতবিনিময় সভায় যোগ দিলেন প্রতিমন্ত্রী ইন্দিরা

 

ডেস্ক রিপোর্ট:

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন আর আগের জায়গায় নেই। অনেক পরিবর্তন সাধিত হয়েছে। বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশগুলোর রোল মডেল হিসাবে বিবেচিত হচ্ছে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশের উন্নয়ন ক্রমান্বয়ে বাড়ছে। উন্নয়নের ধারা অব্যাহত থাকায় জাতিসংঘ বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসাবে স্বীকৃতি দিয়েছে। তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

বৃহস্পতিবার বিকেলে সিলেট জেলা ও মহানগর মহিলা আওয়ামী লীগের আয়োজিত জেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় ও কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব সালমা বাসিতের সভাপতিত্¦ে ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট সালমা সুলতানার পরিচালনায় এবং জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমাতুজ জাহুরা রওশন জেবীন রুবার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা মহিলা আওয়ামীল ীগের প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেুবুন্নেছা হক, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট-সুনামগঞ্জ মহিলা সংরক্ষিত সংসদ সদস্য শামীমা খানম আক্তার, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগৈর সদস্য রেবেকা সুলতানা, যুক্তরাজ্য মহিলা আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আঞ্জুমান আরা, যুক্তরাজ্য মহিলা আওয়ামী লীগের কোষাাধ্যক্ষ নাজমা হোসেন।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহানারা বেগম, সাধারণ সম্পাদক আসমা কামরান, জেলা আওয়ামী লীগের সাবেক মহিলা সম্পাদিকা নাজনীন হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগৈর সহ-সভাপতি বেগম শামসুন্নাহার, আছিয়া শিকদার, জেলা মহিলা আওয়ামী লীগৈর যুগ্ম সাধারণ সম্পাদক মিসেস হেলেন আহমদ, সাজেদা পারভীন, জাহানারা খানম মিলন, হাসিনা মহিউদ্দিন,শ্যামলী দাশ, নুরুন্নেছা হেনা , ডা. নাজরা চৌধুরী, সাবিনা ইয়াসমিন, হাসিনা মহিউদ্দিন, নার্গিস সুলতানা, মারিয়ান চৌধুরী মাম্মি, সুপা বেগম,সাহিদা তালুকদার,খাদিজা বেগম, জহুরা বেগম, রুমা চক্রবর্তী, মহিমা সুুলতানা সুমি,সভাপতি শ্রীমতি জয়মতি রানী, হাসনা হেনা প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হালিমা বেগম ও গীতা পাঠ করেন মাধুরী গুণ।