সিলেটে মায়ের পরে ছেলের লাশও রহস্যজনক অবস্থায় উদ্ধার

 

ডেস্ক রিপোর্ট:

সিলেট নগরীর মাছিমপুর থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনদিন নিখোঁজ থাকার পর পেছনে হাত বাধা অবস্থায় ওই যুবকের লাশ পাওয়া যায়।

নিহত যুবক দেবাশীষ রাজকুমার মাছিমপুরের মণিপুরী পাড়ার বাসিন্দা। লাশটি উদ্ধারের সময় তার হাত পেছনে বাঁধা ও ক্ষতবিক্ষত অবস্থায় পাওয়া যায়। বৃহস্পতিবার বিকেলে মাছিমপুর শুটকির আড়ৎ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

সিলেট কোতয়ালি থানার ওসি মো. সেলিম মিঞা লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, ২ ফেব্রুয়ারি দেবাশীষ নিখোঁজ হয়েছিলেন।

জানা গেছে, দেবাশীষ ছোট্ট থাকাবস্থায় তার মা বৃন্দা রাণীর লাশও রহস্যজনক অবস্থায় উদ্ধার হয়েছিল।