সিলেট নগরীর আলোচিত পাখি রানী গ্রেফতার

 

ডেস্ক রিপোর্ট:

সিলেট নগরীর কাষ্টঘর থেকে মাদক মামলার গ্রেফতারি পরোয়ানার আসামি পাখি রানী (৩৫) কে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র‍্যাব)। বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১টার পর কাষ্টঘরের সুইপার কলোনি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার দুপুরে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র‍্যাব) এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া কর্মকর্তা) মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে একটি আভিযানিক দল পাখি রানীকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত পাখি রানী মাদক মামলার ওয়ারেন্টভূক্ত একজন পলাতক আসামি এবং তাকে গ্রেপ্তারের পর সিলেট মহানগর পুলিশের (এসমপি) কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‍্যাব-৯ ।