সিলেটে কৃষকদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান অনুষ্ঠান

 

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র চন্দ বলেছেন, বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ কৃষক লীগ কৃষকদের মুখে হাসি ফুটানোর উদ্দেশ্যেই কাজ করে যাচ্ছে। কৃষকদের স্বপ্ন পূরণের লক্ষেই এ সংগঠন গড়েছিলেন জাতির জনক। সেই পথেই হাঁটছেন দেশের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

তিনি মঙ্গলবার বিকেলে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশ কৃষকলীগ সিলেট জেলা আয়োজিত মুজিববর্ষ ২০২০ উপলক্ষ্যে কৃষকদের বিনা মূল্যে স্বাস্থ্য সেবা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন ।

সিলেট জেলা কৃষকলীগের সভাপতি শাহ নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শামছুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খাঁন, সিলেট বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত কৃষকলীগ নেতা দেওয়ান জয়নাল আবেদীন, কেন্দ্রীয় কৃষকলীগ নেতা ড. হাবিবুর রহমান মোল্লা।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সিলেট জেলা কৃষকলীগের সহ-সভাপতি তেরাব আলী, আব্দুল মালেক, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আহমদুর রব, জাহেদ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম, মহৎস্য বিষয়ক সম্পাদক শামীম কবির, প্রচার সম্পাদক আবুল হোসেন, সাংস্কৃতিক বিষয় সম্পাদক জয়নুল ইসলাম, ভ‚মি বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, সমবায় বিষয়ক সম্পাদক অধ্যাপক মুহিবুর রহমান, কোষাধক্ষ্য ইমরান খান রায়হান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম, ত্রাণ পূর্ণবাসন সম্পাদক সাইয়ুম বখত, কানাইঘাট উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল আহাদ, সেক্রেটারী শাহাব উদ্দিন চৌধুরী, জকিগঞ্জ উপজেলা সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক সার্জেন্ট বেলাল, গোলাপগঞ্জ উপজেলা সভাপতি হাজী ইসমাইল আলী, গোয়াইনঘাট উপজেলা সভাপতি হাবিবুর রহমান, ফেঞ্চুগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক আবু মিয়া, ওসমানী নগর উপজেলা সভাপতি মোস্তাক আহমদ, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন, জৈন্তাপুর উপজেলার সদস্য আব্দুল মন্নান, সদর উপজেলা সভাপতি হাজী নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক আঙ্গুর মিয়া, বিশ্বনাথ উপজেলা সভাপতি ছুরাব আলী, বালাগঞ্জ উপজেলা সভাপতি আলাল মিয়া।