জকিগঞ্জে প্রতিবন্ধীকে ধর্ষণের চেষ্টা: আ.লীগ নেতা আটক

 

ডেস্ক রিপোর্ট:

সিলেট জেলার জকিগঞ্জে এক প্রতিবন্ধী শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পৌরসভা আওয়ামী লীগ নেতা কয়েছ আহমদ (৪২) কে আটক করেছে পুলিশ। সে পৌর এলাকার খলাছড়া গ্রামের মৃত নুর উদ্দিনের ছেলে।

রবিবার তার বিরুদ্ধে জকিগঞ্জ থানায় এক প্রতিবন্ধী শিক্ষার্থীর বাবা বাদি হয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে সোমবার তাকে আটক করে।

অভিযোগে শিক্ষার্থীর বাবা উল্লেখ করেন, মাদ্রাসা ছুটির পর তার প্রতিবন্ধী মেয়ে বাড়ি ফেরার সময় কয়েছ আহমদের বাসার পাশের বরই গাছের নিচে বরই কুঁড়াতে গেলে তাকে ধরে নিয়ে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা চালায়। মেয়েটি চিৎকার শুরু করলে লোকজন এগিয়ে এসে বাসার ২য় তলার একটি কক্ষ থেকে বিবস্ত্র অবস্থায় তাকে উদ্ধার করে।

জকিগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের জানিয়েছেন, অভিযোগ পেয়ে অভিযুক্ত কয়েছ আহমদকে আটক করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হবে।