বিশ্বনাথে পুলিশের আত্মহত্যার চেষ্টা

 

ডেস্ক রিপোর্ট:

সিলেটের বিশ্বনাথ থানার পুলিশ সদস্য তপু দেবনাথ (১৯) নিজের বুকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। প্রেমিকার সাথে ঝগড়ার সূত্র ধরে তিনি আত্মহত্যার চেষ্টা চালান বলে জানিয়েছেন বিশ্বনাথ থানার একাধিক পুলিশ সদস্য। ঘটনার পরপরই সোমবার রাতেই আশঙ্কাজনক অবস্থায় তপু দেবনাথকে ওসমানী হাসপাতাল থেকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় বিশ্বনাথ থানা কম্পাউন্ডের ভেতরে ব্যারাকে নিজের বুকে গুলি করে আত্মহত্যার চেষ্টা চালান ওই থানায় কর্মরত পুলিশ কনস্টেবল তপু দেবনাথ। তার বাড়ি মৌলভীবাজারের জুড়ি উপজেলার কাশিনগর গ্রামে।

বিশ্বনাথ থানার একাধিক পুলিশ সদস্য জানান, সোমবার সন্ধ্যায় পুলিশ ব্যারাকের ছাদে ওঠে নিজের কাছে থাকা রাইফেল দিয়ে বুকে গুলি করে আত্মহত্যার চেষ্টা চালান তপু। এরআগে ফোনে তিনি এক নারীর সাথে কথা বলছিলেন। ওই নারীর সাথে তপুর প্রেমের সম্পর্ক ছিলো বলে জানিয়েছেন ওই পুলিশ সদস্যরা।

তবে আত্মহত্যার চেষ্টার কারণ এখনও জানা যায়নি বলে জানিয়েছেন সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন। তদন্ত করে এ বিষয়টি জানা যাবে বলে মন্তব্য করেন তিনি।

আত্মহত্যার চেষ্টার পরপরই তপুকে উদ্ধার করে তার সহকর্মীরা বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখান থেকে তাকে রাতে ওসমানী হাসপাতালে আনা হয়। রাত ১১ টার দিকে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট এমএজি ওসমানী হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়।