সিলেট দক্ষিণ সুরমায় গ্রেফতারি পরোয়ানার আসামি গ্রেফতার

 

ডেস্ক রিপোর্ট:

র‌্যাব-৯ এর একটি টিম সিলেট দক্ষিণ সুরমায় অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানার এক আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতার মো. নয়ন আহমদ দক্ষিণ সুরমা থানার কদমতলি বালুর মাঠ এলাকার মো. সাত্তার মিয়ার পুত্র।

মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ অফিসার মো. মনিরুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ২ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮ টায় গোপন সংবাদের ভিত্তি মেজর মো. শওকাতুল মোনায়েম ও এএসপি নাহিদ হাসানের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেফতার নয়নকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।