সিলেট কৃষিবিদ ব্যাংকার্স এ্যাসোসিয়েশনের কমিটি গঠন

 

ডেস্ক রিপোর্ট:

সিলেট বিভাগে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত কৃষিবিদদের সাথে কৃষিবিদ ব্যাংকার্স এ্যাসোসিয়েশন (কেবিএ) এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এক মতবিনিময় সভা রোববার স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়।

সিলেট জনতা ব্যাংকের উপমহাব্যবস্থাপক সন্দীপ কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেবিএ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আহবায়ক ও সিলেট জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক ড. মোঃ এনামুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেবিএ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ ব্যাংক সিলেট এর মহাব্যবস্থাপক আবুল কালাম জনতা ব্যাংক ঢাকার উপমহাব্যবস্থাপক মোঃ আলমগীর হোসেন।

সভায় সম্মতিক্রমে জনতা ব্যাংক সিলেট এর উপমহাব্যবস্থাপক সন্দীপ কুমার রায়কে আহবায়ক ও সোনালী ব্যাংক লিমিটেড হবিগঞ্জের উপমহাব্যবস্থপক সমীর কুমার বিশ্বাসকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কৃষিবিদ ব্যাংকার্স এ্যাসোসিয়েশন (কেবিএ) সিলেট এর আহবায়ক কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যরা হলেন মিসেস মোর্শেদা আক্তার, মওদুদ লস্কর, মোঃ আব্দুল ওয়াদুদ, দোলন চক্রবর্তী, সুমন চন্দ্র দাস, পলাশ রাহা, তানিয়া সুলতানা, আশিষ দেব রায়, স্নেহাংশু শেখর বর্মন, সমর কুমার দত্ত, কামরুন্নাহার শীলা, ফয়জুল কবীর, মোঃ জুবায়ের বিন কাদের, মোঃ শামীম আল মামুন, মোঃ নাদীরুজ্জামান, হৈমন্তী দাস মৌ, শান্তি সিনহা, ডাঃ সুদীপ কুমার দেব ও উপমা দেবনাথ কেয়া ।