দীর্ঘ অভিযানে সিলেট নগরীতে ৪ ছিনতাইকারী গ্রেফতার

 

সিলেট ব্যুরো:

সিলেট মহানগর পুলিশ দীর্ঘ অভিযান চালিয়ে চারজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। জব্দ করা হয়েছে ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজি চালিত একটি অটোরিকশা। ২৯ জানুয়ারি বিকেল সাড়ে ৫টা থেকে রাত তিনটা পর্যন্ত ওই অভিযান পরিচালনা করা হয়। এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জেদান আল মুসা এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃতরা হলো নগরীর ইলেকট্রিক সাপ্লাই কলবাখানির নুরুল ইসলামের পুত্র মো. ফাহিম, পূর্ব পীর মহল্লার আবদুস সালামের পুত্র সজল আহমদ, শাহী ঈদগাহ এলাকার চৌধুরী মিয়ার পুত্র জসিম উদ্দিন ও শহরতলির পীরের বাজারের টিকরপাড়ার বশির আহমদ লস্করের পুত্র মো. শামীম আহমদ লস্কর। এই ছিনতাইয়ের সাথে জড়িত থাকার অভিযোগে অপর দুই ছিনতাইকারীকে গ্রেফতারে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।

পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৯ জানুয়ারি দুপুরে ইলেকট্রিক সাপ্লাই এলাকার রফিক মিয়ার পুত্র আবদুল বাছিত নগদ ৫৫ হাজার টাকা ব্যাংক থেকে তুলে তার ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। আম্বরখানায় ছিনতাইকারীরা গতিরোধ করে আবদুল বাছিেেতর। তাকে সিএনজি চালিত অটোরিকশায় তুলে নেয় অস্ত্রের মুখে। নগরীর ঝর্নারপার সোনাতলায় নিয়ে ছিনতাইকারীরা নগদ ৫৫ হাজার টাকা, দুইটি মোবাইল সেট ও ব্যাংকের চেকের পাতা নিয়ে বাছিতকে অটোরিকশা থেকে নামিয়ে দেয়।

ছিনতাইয়ের শিকার হয়ে ইলেকট্রিক সাপ্লাই এলাকায় এসে আবদুল বাছিত বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশের সহকারী কমিশনার প্রবাস কুমার সিংহের নেতৃত্বে অভিযান শুরু হয়। নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় চার ছিনতাইকারীকে। জব্দ করা হয় ছিনতাই কাজে ব্যবহৃত অটোরিকশা।