সিলেটে শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে তৃণমূল ঐক্যজোট

 

বিশেষ প্রতিনিধি:

আগামীকাল ৫ ডিসেম্বর সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন। সম্মেলনকে কেন্দ্র করে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগে উৎসবের আমেজ বিরাজ করছে। পদপ্রত্যাশী নেতারা চষে বেড়াছেন নগর থেকে গ্রাম পর্যন্ত। প্রায় দুই ডজন নেতার দৌঁড়ঝাপে নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছেন। অনেকে আবার ফাঁড়ি পথে পদ দখলের চেষ্টায় কেন্দ্রে ঘুরে বেরাচ্ছেন। তৃণমূল ও কট্টর আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেছেন এবার নেতৃত্ব চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে পরিণতি হবে ভয়াবহ। জননেত্রী শেখ হাসিনার স্বপ্নকে কোনোভাবে নস্যাত করতে দেওয়া হবে না সিলেটে। কেউ যদি চেষ্টা করে তা হবে ভয়ানক।
আগামী ৫ ডিসেম্বর সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন নগরীর আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে। সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। সিলেট আওয়ামী লীগে সর্বশেষ সম্মেলন হয় ২০০৫ সালে। ২০১১ সালে সম্মেলন ছাড়াই উভয় শাখার কমিটি গঠিত হয়। তিন বছরের ওই কমিটি দিয়ে পার হয়েছে আট বছর।

সিলেট জেলা আওয়ামী লীগে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ পেতে ১৫ নেতা আগ্রহী। সভাপতি পদে বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান, সহসভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সহসভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ ও যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ড. আহমদ আল কবীরের নাম আলোচিত হচ্ছে। তন্মধ্যে লুৎফুর, শফিক ও সামাদ আছেন মূল আলোচনায়। সাধারণ সম্পাদক পদ প্রত্যাশি যুগ্ম সম্পাদ এডভোকেট নিজাম উদ্দিন, বর্তমান সহসভাপতি এডভোকেট শাহ ফরিদ আহমদ, যুগ্ম সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, অধ্যক্ষ সুজাত আলী রফিক, কোষাধ্যক্ষ ড. তৌফিক রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ মোশাহিদ আলী ও মোহাম্মদ আলী দুলাল, যুব ও ক্রীড়া সম্পাদক রণজিৎ সরকার, উপ-দফতর সম্পাদক জগলু চৌধুরী তৃণমূল কর্মীদের মন জয় করতে ঘুরে বেড়াচ্ছেন ঘরে ঘরে। এর মধ্যে এডভোকেট নিজাম, নাসির ও সুজাতের নাম আলোচনায় এসেছে। তবে দুর্দিনের কান্ডারি হিসেবে খ্যাত এডভোকেট নিজাম উদ্দিনকে সাধারণ সম্পাদক হিসেবে দেখার জন্য তৃণমূল কর্মীরাও গণসংযোগ করছেন।

মহানগর আওয়ামী লীগের সভাপতি পদে বর্তমান সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সহসভাপতি এডভোকেট মফুর আলী, এডভোকেট রাজ উদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা আবদুল খালিক এবং যুগ্ম সম্পাদক ফয়জুল আনোয়ার আলোয়ারের নাম আলোচনায় রয়েছে। সাধারণ সম্পাদক পদে বর্তমান যুগ্ম সম্পাদক অধ্যাপক জাকির হোসেন ও বিজিত চৌধুরী, সাংগঠনিক সম্পাক শফিউল আলম নাদেল ও এটিএম হাসান জেবুল, শিক্ষাবিষয়ক সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, তথ্য ও গবেষণা সম্পাদক তপন মিত্র, বন ও পরিবেশ সম্পাদক জগদীশ দাস, সাংস্কৃতিক সম্পাদক প্রিন্স সদরুজ্জামান চৌধুরী এবং সদস্য কাউন্সিলার সালেহ আহমদ সেলিম আলোচনায় আছেন। নেতাকর্মীদের মধ্যে দলের জন্য নিবেদিত প্রাণ হিসেবে খ্যাত বিজিত চৌধুরীর ব্যাপক আলোচিত হচ্ছে।