ছাতকের সমতা স্কুলের শিক্ষক হাফিজের বিদায়ী সংবর্ধনা

ছাতকের সমতা স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক আব্দুল হাফিজের অবসর জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান বুধবার সিলেট নগরীর মদিনা মার্কেটস্থ এক অভিজাত রেস্টুরেন্টে বিদ্যালয়ের ১৯৯৭ইং ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়। লন্ডন প্রবাসী হাজী মকবুল আলীর সভাপতিত্বে ও ৯৭ইং ব্যাচের ছাত্র মো. সায়েম আহমদ ও শামীম আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা শিক্ষা অফিসার পুলিন চন্দ্র রায়।
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সমতা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল হাফিজ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিজানুর রহমান মিজান, সিলেট সেন্ট্রাল কলেজের সভাপতি এডভোকেট মনিরুজ্জামান সলিম।
স্বাগত বক্তব্য রাখেন ডা. জসিম উদ্দিন ও মানপত্র পাঠ করেন সুজন মিয়া।
বক্তব্য রাখেন মাস্টার জিল­ুল হক জিলু, রাশেদা বেগম, মুহিবুর রহমান, কুহিনুর মিয়অ, রিমা বেগম। উপস্থিত ছিলেন সেফুল মিয়া, সুজন মিয়া, জাকির হোসেন, রুমেন হোসেন, আজিজুল হক, হাসান, জাহেদ মিয়া, রাহেল মিয়া, নামমুল ইসলাম, হেলাল আহমদ, কাওছার আহমদ, আবাব আহমদ, রাজা মিয়া প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আজিজুল হক। বিজ্ঞপ্তি