বিএনপি নেতা খায়রুল কবির খোকন গ্রেফতার

 

অনলাইন ডেস্ক:

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে হাইকোর্টের মূল গেট থেকে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় গ্রেফতার করা হয়েছে। শাহবাগ থানা সূত্রে এ খবর নিশ্চিত হওয়া গেছে।

গ্রেফতারের সময় সঙ্গে থাকা খায়রুল কবির খোকনের স্ত্রী বিএনপি নেতা শিরিন সুলতানা বলেন, বেগম খালেদা জিয়ার জামিন আদেশের শুনানিকে কেন্দ্র করে আমি এবং খোকন একই গাড়িতে হাইকোর্টে যাচ্ছিলাম। পরে মূল গেট থেকে তাকে পুলিশ তুলে নিয়ে গেছে। তাকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে।

এ বিষয়ে রমনা জোনের এডিসি এইচ এম আজীমুল হক দৈনিক ইত্তেফাককে বলেন, আগের একটি মামলায় খায়রুল কবির খোকনকে গ্রেফতার করা হয়েছে। পরে গোয়েন্দা পুলিশ তাকে নিয়ে গেছে।