রোগীর সাড়ে ৭ কেজি ওজনের কিডনি অপসারণ

 

অনলাইন ডেস্ক

এক রোগীর শরীর থেকে ৭ কেজি ৪০০ গ্রাম ওজনের কিডনি অপসারণ করেছেন চিকিৎসকেরা। এই ঘটনা ঘটেছে ভারতে। খবর বিবিসির।

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, সোমবার দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে দুই ঘণ্টাব্যাপী অস্ত্রোপচারের মাধ্যমে ৫৬ বছর বয়সী এক ব্যক্তির শরীর থেকে এত ওজনের কিডনি অপসারণ করা হয়।

৭ কেজি ৪০০ গ্রাম ওজনের কিডনি দুইটি নবজাতক শিশুর ওজনের সমান। ধারনা করা হচ্ছে, এটি এখন পর্যন্ত ভারতের সবচেয়ে বড় কিডনি। খবরে বলা হয়েছে, ওই ব্যক্তি অটোসোম্যাল ডমিন্যান্ট পলিসাইস্টিক কিডনি ডিজিজ নামে জন্মগত রোগে ভুগছিলেন। এই রোগে তার দু’টি কিডনিই ফুলে ওঠে এবং রেচনক্রিয়া বাধাগ্রস্ত হয়।

ওই হাসপাতালের ইউরোলজি বিভাগের চিকিৎসক ড. শচিন কাঠুরিয়া বলেন, প্রায় ২ ঘণ্টার অস্ত্রোপচারে ওই ব্যক্তির শরীর থেকে কিডনিটি অপসারণ করা হয়, যা প্রায় তার পেটের ভেতরে ঢুকে গিয়েছিল।

কাঠুরিয়া বিবিসিকে বলেন, অস্ত্রোপচারের আগে করা স্ক্যানে বড় একটি কিডনি দেখা যাচ্ছিল। কিন্তু সেটা যে এতো বড় হবে আমরা কল্পনা করিনি।

এছাড়া কাঠুরিয়া জানান, গিনেস রেকর্ড অনুযায়ী সবচেয়ে বড় কিডনির ওজন সাড়ে ৪ কেজি।

তবে ইউরো জার্নালের রেকর্ড বলছে, যুক্তরাষ্ট্রে এক রোগীর কিডনি ছিল ৯ কেজি এবং নেদারল্যান্ডসে পাওয়া গিয়েছিল ৮ দশমিক ৭ কেজির একটি কিডনি।