শত্রুরা রেড লাইন অতিক্রম করলে ধ্বংস অনিবার্য: ইরান

 

অনলাইন ডেস্ক

শত্রুরা ইরানের রেড লাইন অতিক্রম করার চেষ্টা করলে তাকে ধ্বংস করে ফেলা হবে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি সোমবার এ হুঁশিয়ারি বার্তা দেন।

রাজধানী তেহরানে বিশাল মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে ভাষণে জেনারেল সালামি সরকারের প্রতি সমর্থন জানিয়ে বলেন, কেউ ইরানের জান, মাল ও সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে চাইলে তাকে কঠিন শাস্তি দেয়া হবে।

সালামি বলেন, বিগত ৪০ বছর ধরে বিভিন্ন ক্ষেত্রে শত্রু ইরানের কাছে যেসব পরাজয়ের শিকার হয়েছে সাম্প্রতিক সহিংসতায় তারা সেগুলোর প্রতিশোধ নিতে চেয়েছিল। কিন্তু অতীতের মতো এবারও তারা ব্যর্থ হয়েছে।

ইরানের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নিয়ে শত্রু সফল হতে পারেনি উল্লেখ করে আইআরজিসি’র কমান্ডার বলেন, এ পর্যন্ত শত্রু এমন কোনো পদক্ষেপ নিতে পারেনি যার জবাব তেহরান দেয়নি।

জেনারেল সালামি বলেন, সাম্প্রতিক দাঙ্গা সৃষ্টির প্রচেষ্টার পর সারাদেশে দুস্কৃতকারীদের প্রতি ঘৃণা জানিয়ে যেসব মিছিল হয়েছে তা ছিল আমেরিকার সাম্রাজ্যবাদী নীতির বিরুদ্ধে মারাত্মক চপেটাঘাত। তথ্যসূত্র: পার্স টুডে।