পৃথিবীতেই রয়েছে মঙ্গল গ্রহের মতো এলাকা! নেই প্রাণীর অস্তিত্ব

 

ডেস্ক রিপোর্ট:

পৃথিবীতেই নাকি এমন এক জায়গা রয়েছে যেখানে জীবিত থাকার সম্ভাবনা প্রায় নেই।

সম্প্রতি ‘নেচার ইকোলজি এন্ড ইভ্যালুয়েশন’ নামক পত্রিকায় প্রকাশিত এক গবেষণায় এমনটাই দাবি ‘স্পেনিশ ফাউন্ডেশন ফর সায়েন্স এন্ড টেকনোলজি (এফইসিওয়াইটি)’- এর বিজ্ঞানীদের।

জায়গাটিকে পৃথিবীতে বসেই মঙ্গলগ্রহের স্বাদ নেবার উপযুক্ত বলে মত দিয়েছেন তারা।

গত কয়েক বছর ধরে প্রকৃতি ও প্রাণী বিজ্ঞানীরা একটি অনুসন্ধান বিষয়ক গবেষণায় নেমেছেন। যার উদ্দেশ্য হলো, ঠিক কি কি কারণে পৃথিবীর প্রাণী জগত এক সময় ধ্বংস হয়ে পারে? সেই সম্ভাবনা গুলোকে খুঁজে বের করতে গিয়ে ইথিওপিয়ার ডলোল নামক একটি স্থানের খোঁজ পান বিজ্ঞানীরা।

তারা দেখেন, ইথিওপিয়ার ডলোল নামক এলাকাটি এতোটাই উতপ্ত যে সেখানে মানুষ তো দূরের কথা অন্যান্য প্রাণীরও বসবাসের উপযোগী নয়।

তারা বলছেন, ওই এলাকার পানিতে প্রচুর পরিমাণে খারের উপস্থিতি রয়েছে। সেজন্য সেখানে বেঁচে থাকার বা জীবনের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। ডলোলের ঝিলগুলোতে কোনো মাইক্রো প্রাণের সন্ধান পাননি বিজ্ঞানীরা।

কতটা উত্তপ্ত এই ডলোল? বৈজ্ঞানিকরা জানিয়েছেন, শীতকালেও ওই অঞ্চলের তাপমাত্রা ৪৫ ডিগ্রী সেলসিয়াসের বেশি থাকে। স্থানটি পৃথিবীতে অবস্থিত সবচেয়ে উষ্ণ এলাকার মধ্যে অন্যতম। এখানের জলাশয়গুলোতে মাত্রাতিরিক্ত খার ও এসিডের উপস্থিত রয়েছে। এসব জলাশয়ের পানি খাওয়া তো দূরের কথা শরীরে লাগলেও ঝলসে যাবে। পানি এতটাই বিষাক্ত যে, কোনো মাইক্রো প্রাণের সম্ভবনাও পাওয়া যায় নি।

ডলোলের প্রাকৃতিক বৈচিত্রতা এমন কেন?

বৈজ্ঞানিকদের মতে মঙ্গল গ্রহসদৃশ এলাকাটি একটি জীবন্ত আগ্নেয়গিরির মুখের ওপর অবস্থিত। প্রচন্ড গরমের জন্য ওই আগ্নেয়গিরির মুখ থেকে ক্রমাগত ফুটন্ত পানি ও বিষাক্ত গ্যাস নির্গত হতে থাকে। তাই এলাকাকে অগ্নিগর্ভ বলে মন্তব্য করছেন তারা।