মোহাম্মদ শফিক হাই স্কুলের শিক্ষক ইলিয়াছ মিয়ার বিদায় সংবর্ধনা

মোহাম্মদ শফিক হাই স্কুলের শিক্ষক ইলিয়াছ মিয়ার বিদায় সংবর্ধনা

DSC_0035 copy

সিলেট সদর উপজেলার কুশিঘাট (টুলটিকর) হাজী মোহাম্মদ শফিক হাই স্কুলের প্রবীণ শিক্ষক ইলিয়াছ মিয়ার বিদায় উপলক্ষ্যে বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সিলেট সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাওলানা আমিনুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাসিব।
বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সেক্রেটারী আলহাজ্ব সৈয়দ শরিফুল হোসেন, প্রতিষ্ঠাতা পরিবারের পক্ষে জাবেদ আহমদ জুবেদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সেক্রেটারী সাইফুদ্দিন আহমদ সাবিল, শিক্ষক লিপি সেন, সৈয়দ আহমদ প্রমুখ।
মানপত্র পাঠ করেন আবু তাহের। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখে তানহা আক্তার, আবিদ হাসান অমিত, প্রাক্তন শিক্ষার্থী জাকওয়ান হোসেন।
শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষে আনুষ্ঠানিকভাবে ক্রেস্ট প্রদান করেন বিদ্যালয় পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাকিব আহমদ। বিজ্ঞপ্তি