বিশ্বনাথে হা-ডু-ডু প্রতিযোগিতার উদ্বোধন

বিশ্বনাথে হা-ডু-ডু প্রতিযোগিতার উদ্বোধন

4
বিশ্বনাথে মঙ্গলবার শাহওলী খন্দকার (রহ.) সমাজকল্যাণ সংস্থা পশ্চিম শ্বাসরাম এর উদ্যোগে ৫ম হা-ডু-ডু প্রতিযোগিতায় উদ্বোধন করা হয়েছে। বিকেল ৩টায় শ্বাসরাম রহমান আলী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ শামছুদ্দোহা পিপিএম।
হা-ডু-ডু প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি মো. কছির আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম ও মোহাম্মদ আলী লিঠনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) দুলাল আকন্দ, যুক্তরাজ্য প্রবাসী ও সমাজসেবক মো. মনির আলী, যুক্তরাজ্য প্রবাসী ও সমাজসেবক বদরুল আহমদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, সদস্য অসিত রঞ্জন দেব।
এসময় উপস্থিত ছিলেন উপদেষ্ঠা কমিটির সদস্য ছিদ্দেক আলী, নূরুল হক লেচু, জিলু মিয়া, আনহার আলী, লাল মিয়া, বাবুল মিয়া, ক্রীড়ানুরাগী জামাল আহমদ, পরিচালনা কমিটির সদস্য মামুন আহমদ, সাহেল মিয়া, মিনহাজুর রহমান, ফয়ছল আহমদ, সাতির আলী, রাহিম আহমদ, শেখ মো. নজরুল ইসলাম, জয়নুল হক, সামিদ হাসান কর্নাল, ফরহাদ মিয়া, সাজন মিয়া, সাজু আহমদ, জয়নাল আহমদ, জয়নাল আবেদীন রুপন, আব্দুস সালাম, মিজান আহমদ, তারুণ আলী, ফরিদ আহমদ, তামিম আহমদ, ইমরান আহমদ, ইরপান আলী, মাজহারুল ইসলাম, আব্দুর রহমান আলম, প্রমুখ।
উদ্বোধনী খেলায় বন্ধন কাবাডি দল নতুনবাজারকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উন্নিত হয়েছে একতা কাবাডি দল পূর্ব শ্বাসরাম। ম্যান অব দ্যা ম্যাচ নিবাচিত হন বিজয়ী দলের খেলোয়াড় শিমুল। ম্যাচ রেফারি হিসেবে ছিলেন গিয়াসউদ্দিন। এসময় হা-ডু-ডু ক্রিড়াপ্রেমীসহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি