সুপ্ত প্রতিভা বিকাশের মাধ্যম হল সুস্থ্য সংস্কৃতি চর্চা করা

সুপ্ত প্রতিভা বিকাশের মাধ্যম হল সুস্থ্য সংস্কৃতি চর্চা করা

Jaintapur Photo- 10-04-2018
জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন বলেছেন, দেশের একজন সু-নাগরিক হতে হলে প্রকৃত শিক্ষা অর্জন করতে হবে। লেখাপাড়ার পাশাপাশি ছাত্র/ছাত্রীদের মধ্যে খেলাধুলা ও সংস্কৃতি চর্চার প্রয়োজনীয়তা রয়েছে।

খেলাধুলার মাধ্যমে মানুষের সৃজনশীলতার বিকাশ ঘটে। সুপ্ত প্রতিভা বিকাশের মাধ্যম হল সুস্থ্য সংস্কৃতি চর্চা ও খেলাধুলা। জৈন্তাপুর উপজেলার শিক্ষা ও খেলাধুলার উন্নয়নে তিনি সহযোগিতার আশ্বাস দেন।
সোমবার উপজেলার ফেরীঘাট ব্রিগেডিয়ার মজুমদার উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবু সাইদ তালুকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এম লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক ফয়েজ আহমদ বাবর, দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: সোলেমান হোসেন, ইমরান আহমদ মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক খায়রুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার (মাধ্যমিক) মো: আজিজুল হক খোকন, নিজপাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান বাবুল, জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরী কলেজের পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক ফারুক আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী সদস্য ফখরুল ইসলাম, জৈন্তাপুর বালিকা উচ্চ বিদ্যারয় পরিচালানা কমিটির সভাপতি মো: হায়দর আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল জলিল। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সালেহা বেগম ও মাসুক আহমদ।