দেশের উন্নয়নে সবাইকে একসাথে কাজ করতে হবে : জেলা প্রশাসক

দেশের উন্নয়নে সবাইকে একসাথে কাজ করতে হবে : জেলা প্রশাসক

10.04.2018- pic- 101

কানাইঘাট প্রতিনিধি : সিলেটের নবাগত জেলা প্রশাসক নুমেরী জামান কানাইঘাট উপজেলা প্রশাসনের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনদের সাথে মতবিনিময় করেছেন।

মঙ্গলবার সকাল ১১টায় কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা তাদের কার্যালয়ের চলমান উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরার পাশপাশি লোকবল সংকটসহ বিভিন্ন সমস্যার কথা জেলা প্রশাসক নুমেরী জামানের কাছে তুলে ধরেন।

নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নুমেরী জামান বলেন, সিলেটে যোগদান করার পর আমি আজ প্রথম কানাইঘাটে এসেছি। আপনাদের সমস্যার কথা শুনলাম। যথাসাধ্য চেষ্টা করব সমস্যা নিরসনে।
তিনি বলেন, দেশ সব দিকে এগিয়ে যাচ্ছে। তারপরও আমাদের কিছু প্রতিবন্ধকতা রয়েছে। অনেক সরকারি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের পদ শূণ্য রয়েছে। সরকার সেসব পদে লোকবল নিয়োগ দিচ্ছেন। সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের জবাবদিহিতা নিশ্চিত করতে সরকারের সকল উন্নয়ন মূলক কর্মকান্ড, স্বচ্ছতা ও জবাব দিহিতার মাধ্যমে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। দেশ ও জাতির উন্নয়নে সবাইকে মিলেমিশে আন্তরিকতার সহিত কাজ করতে হবে।

সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) লুসিকান্ত হাজং, কানাইঘাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন, কানাইঘাট থানার ওসি মোঃ আব্দুল আহাদ, কৃষি কর্মকর্তা কাজী আনোয়ার হোসেন, বানীগ্রাম ইউ.পির চেয়ারম্যান মাসুদ আহমদ, দিঘীরপার ইউপির চেয়ারম্যান আলী হোসেন কাজল, ভেটেনারী সার্জন ডাঃ আব্দুল্লাহ আল মাসুদ, প্রকৌশলী রিয়াজ মাহমুদ , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্ত, কানাইঘাট প্রেস ক্লাবের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন, ডাঃ আবুল হারিছ প্রমুখ।
অপরদিকে সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান কানাইঘাটে এসডিএফ সহায়তায় স্থানীয় আল রিয়াদ কমিউনিটি সেন্টারে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসডিএফ এর জেলা ব্যবস্থাপক সামিউল হকের সভাপতিত্বে ও জেলা কর্মকর্তা সৈয়দ আল মামন ও কানাইঘাট ক্লাস্টার কর্মকর্তা মোঃ হুমায়ুন কবিরের যৌথ পরিচালনায় ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, এসডিএফ এর পরিচালক, বোর্ড অব ডিরেক্টর সৈয়দ এপতার হোসেন পিয়ার, নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা, পৌর মেয়র নিজাম উদ্দিন, থানার ওসি মোঃ আব্দুল আহাদ, ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল প্রমুখ।
অনুষ্ঠান শেষে এসডিএফ এর ৭০টি গ্রাম সমিতির মাঝে ল্যাপটপ বিতরণ জেলা প্রশাসক নুমেরী জামান।

এছাড়া তিনি কানাইঘাট রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়, জেলা পরিষদের কানাইঘাট ডাকবাংলো, উপজেলা ভ‚মি অফিস, সদর তপশীল অফিস এবং নির্মানাধীন মুক্তিযোদ্ধ কমপ্লেক্সে ও তপশীল অফিসের কাজ পরিদর্শন করেন।