খুলে দেয়া হলো সেই থাই গুহাটি

 

অনলাইন ডেস্ক

থাইল্যান্ডের যে গুহার ভেতর ১২ জন শিশু কিশোর এবং তাদের কোচ আটকা পড়েছিল, সেটি দীর্ঘ ১৫ মাস পর আবার খুলে দেয়া হয়েছে। এখন পর্যটকরা আবার সেই গুহার ভেতর ঢোকার অনুমতি পাচ্ছেন।

শুক্রবার প্রথমবার এটি খুলে দেয়ার পর হাজারো পর্যটক লাইনে দাঁড়ান গুহাটিতে প্রবেশের সুযোগ পাবার জন্য। ১৫ মাস আগে ভেতরে ঢুকে কিশোর ফুটবলারদের ওই দলটি গুহায় আটকা পড়ার পর বিশ্বজুড়ে তা সাড়া ফেলেছিল। ১৭ দিন পর ৯০ জন ডুবুরির সহায়তায় তাদের উদ্ধার করা হয়েছিল। -বিবিসি