থিয়েটার মুরারিচাঁদ ও এমসি কলেজ প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাত

থিয়েটার মুরারিচাঁদ ও এমসি কলেজ প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাত

Theatre murarichand

সিলেট মুরারিচাঁদ (এমসি) কলেজের নতুন উপাধ্যক্ষ অধ্যাপক মো. সালেহ আহমদের সাথে সৌজন্য সাক্ষাত করেছে থিয়েটার মুরারিচাঁদ ও এমসি কলেজ প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সোমবার দুপুর দুইটায় সংগঠনের কর্মীরা নবাগত উপাধ্যক্ষের সাথে দেখা করেন।

এসময় পদাধিকার বলে থিয়েটার মুরারিচাঁদের সহসভাপতি হিসেবে উপাধ্যক্ষকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের সদস্যরা। থিয়েটার মুরারিচাঁদের সদস্যরা উপাধ্যক্ষের সাথে আলাপকালে তাঁদের সংগঠনের সাথে সম্পর্কিত কয়েকটি দাবী পেশ করেন। কলেজের একমাত্র অডিটোরিয়ামটি সংস্কারে কলেজ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
এসময় উপাধ্যক্ষ থিয়েটার কর্মীদের অডিটোরিয়ামটি সংস্কারের ব্যাপারে আশ্বাস প্রদান করেন। থিয়েটার মুরারিচাঁদের সাধারণ পরিষদের আহবায়ক ফাহমিদা এলাহী বৃষ্টি, সদস্যসচিব দেবদাস চক্রবর্তীসহ সাধারণ পরিষদের সদস্য ও থিয়েটারকর্মীরা উপস্থিত ছিলেন। থিয়েটার মুরারিচাঁদের সৌজন্য সাক্ষাতের পরে উপাধ্যক্ষের সাথে দেখা করে এমসি কলেজের সংবাদকর্মীদের একমাত্র সংগঠন ‘মুরারিচাঁদ কলেজ প্রেসক্লাব’।

সংগঠনের সদস্যরা উপাধ্যক্ষকে ফুল দিয়ে অভিনন্দন জানান। প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে দীর্ঘ আলাপকালে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন উপাধ্যক্ষ। কলেজ প্রেসক্লাবকে সবরকম সহযোগিতার আশ্বাস দেন উপাধ্যক্ষ। এসময় প্রেসক্লাব সভাপতি সোহেল আহমদ, সাধারণ সম্পাদক আজহার উদ্দিন শিমুলসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি