মীরেরগাঁও ইয়াং স্পোর্টিং ক্লাবের পুরস্কার বিতরণ

মীরেরগাঁও ইয়াং স্পোর্টিং ক্লাবের পুরস্কার বিতরণ

DSC_5754

সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধিন কান্দিগাঁও ইউনিয়নের মীরেরগাঁও ইয়াং সোসাইটি স্পোর্টিং ক্লাব আয়োজিত ২য় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার বিকেলে মীরেরগাঁও এর মাঠে অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট মুরব্বী সিকন্দর আলীর সভাপতিত্বে ও ধারাভাষ্যকার জিয়াউল হক জিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তরুণ রাজনীতিবিদ ও সমাজসেবী আজিজ খান সজীব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজনীতিবিদ ও ক্রীড়া ব্যক্তিত্ব এস.এম আব্দুল্লাহ আল মামুন, আব্দুস সালাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এ.কে শাহিন, রাসেল আহমদ, এনাম হুসেন, রুমেল আহমদ খান, কয়েছ আহমদ, আয়োজিক কমিটির হোসাইন আহমদ আজাদ, আব্দুল মন্নান মুন্না, আকাব উদ্দিন, গোলাম আলী, শামীম আহমদ, মোহাইমিন আহমদ আক্কাছ, খালেদ, সিরাজ, আলাউর, ফয়সল প্রমুখ।
ফাইনাল খেলায় জাগরণী ফুটবল ক্লাব মীরেরগাঁও ১-০ গোলে ইয়াং স্টার স্পোটিং ক্লাব রহিমপুরকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন। বিজ্ঞপ্তি