রোটার‌্যাক্ট ক্লাব অব সিলেট হলিল্যান্ডের প্রেসিডেন্ট ও সেক্রেটারী ইলেক্ট ঘোষণা

admin
প্রকাশিত এপ্রিল ১০, ২০১৮
রোটার‌্যাক্ট ক্লাব অব সিলেট হলিল্যান্ডের প্রেসিডেন্ট ও সেক্রেটারী ইলেক্ট ঘোষণা

30232936_2485312038161562_1020066566_o copy
রোটার‌্যাক্ট ক্লাব অব “সিলেট হলিল্যান্ড” এর এক বিশেষ বোর্ড সভা ৭ এপ্রিল নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। রোটার‌্যাক্ট ক্লাব অব “সিলেট হলিল্যান্ড” এর প্রেসিডেন্ট রোটার‌্যাক্ট হুমায়ুন রশিদ শাহীনের সভাপতিত্বে বিশেষ বোর্ড সভায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইসতিয়ার আহমদ তৌকির ও স্বাগত বক্তব্য রাখেন জয়েন্ট এডিটর রোটার‌্যাক্টর শাহেদ আহমদ।
বোর্ড সভায় বিগত সভার কার্যবিবরণী পড়ে শুনানো হয়। বোর্ড সভায় উন্মুক্ত আলোচনার মধ্যদিয়ে ক্লাবের কার্যক্রমকে আর গতিশীল করার লক্ষ্যে সভায় সর্বসম্মতিক্রমে রোটার‌্যাক্টর মোঃ আলাল মিয়াকে প্রেসিডেন্ট ইলেক্ট এবং রোটার‌্যাক্টর ফারহান তানভীর উজ্জ্বলকে সেক্রেটারী ইলেক্ট (২০১৮-১৯ খ্রি:) ঘোষণা করা হয়। রোটা বর্ষ ২০১৮-১৯ খ্রি: এর সকল কার্যক্রম পরিচালনা করার জন্য ইলেক্ট বোর্ডকে সম্মতি প্রদান করা হলো।
সভায় বক্তব্য রাখেন রোটার‌্যাক্টর ক্লাব অব “সিলেট হলিল্যান্ড” এর ফাষ্ট প্রেসিডেন্ট রোটার‌্যাক্টর সুজন তালূকদার, ফাষ্ট প্রেসিডেন্ট রোটা মোঃ শাহ আলম, সহ-সভাপতি রোঃ ফয়সল আহমদ, সহ-সভাপতি রোঃ সায়েক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক রোঃ আলী হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রোঃ মোঃ আলাল মিয়া, ক্লাব সার্ভিস ডিরেক্টর রোঃ রাজিব পাল, রোঃ আব্দুল হক, রোঃ ইয়াছিন আরাফাত, রোঃ রাজিব আহমদ, রোঃ মোঃ আব্দুল মোস্তাহিদ, রোঃ পারভেজ আহমদ, রোঃ সামসুল ইসলাম শাকির, রোঃ সোলেমান আহমদ, রোঃ জনি দাস, রোঃ পাওয়েল দাস, রোঃ জুয়েল আহমদ, রোঃ নাসির আহমদ, রোঃ মোঃ নজরুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি