বিয়ের ৩৪ বছর পর ভারতের নাগরিকত্ব পেলেন পাকিস্তানি নারী

 

অনলাইন ডেস্ক:

ভারতীয় যুবককে বিয়ের ৩৪ বছর পর দেশটির নাগরিকত্ব পেলেন পাকিস্তানের জোবেদা বেগম।

তার দুই মেয়ে রুমেশা আর জুমেশা। তাদেরও বিয়ে হয়ে গেছে। এ অবস্থায় তিন যুগ পর তিনি পেলেন নাগরিকত্ব। খবর এনডিটিভির।

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মোজাফ্ফরনগরের সৈয়দ মো. জাভেদের সঙ্গে ১৯৮৫ সালে বিয়ে হয় পাকিস্তানের হায়দরাবাদের ১৯৬০ সালে জন্ম নেয়া জোবেদা বেগমের। খবর গালফ নিউজের।

বিয়ের পর থেকেই তিনি স্বামীর সঙ্গে ভারতে শ্বশুরবাড়িতেই বসবাস করে আসছেন। তখন থেকেই তিনি প্রথমে দীর্ঘস্থায়ী ভিসা এবং পরে নাগরিকত্বে আবেদন করে আসছেন।

কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ১০ বছর তার ওই আবেদন ফেলে রাখে । পরে তাকে সাত বছর মেয়াদি ভিসা দেয়া হয়।

অবশেষে ৩৪ বছর পর গত সপ্তাহে পেলেন ভারতের নাগরিকত্ব। স্থানীয় গোয়েন্দা বিভাগের পরিদর্শক জানান, দীর্ঘদিন ধরে যাচাই-বাছাইয়ের পর গত সপ্তাহে পেলেন ভারতের নাগরিকত্ব।

এখন তার নাম ভোটার তালিকায় উঠবে। তিনি ভোটার কার্ড, জাতীয় আধার কার্ড এবং রেশন কার্ড সবই পাবেন।