মদ, জুয়া ও তীর খেলা বন্ধের দাবিতে মোল্লারগাঁওবাসীর স্মারকলিপি

মদ, জুয়া ও তীর খেলা বন্ধের দাবিতে মোল্লারগাঁওবাসীর স্মারকলিপি

Moullargaon Pic 9.4.18
দক্ষিণ সুরমায় মদ, জুয়া ও তীর খেলা বন্ধের দাবীতে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ খায়রুল ফজলের হাতে স্মারকলিপি প্রদান করছেন মোল্লারগাঁও এলাকাবাসী।
সোমবার দুপুরে নগরীর বাবনা পয়েন্টে মোল্লাগাঁও এলাকাবাসী জমায়েত হয়ে দক্ষিণ সুরমা থানায় গিয়ে ওসির হাতে স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বী মখব্বির আলী, বারু মিয়া, আরশ আলী, বশির মিয়া, মছব্বির আলী, মাসুক মিয়া, ফারুক মিয়া, নজরুল ইসলাম, দেলওয়ার আহমদ, সমছু মিয়া, মাখন মিয়া, যুবনেতা ফখরুল ইসলাম রুমেল, ফয়সল আহমদ, সালা উদ্দিন রাজু, মুক্তার আলী, বেলাল আহমদ, জাকির আহমদ প্রমুখ।
স্মারকলিপি গ্রহণ করে ওসি খায়রুল ফজল এলাকাবাসীকে আশস্ত করে বলেন, আপনাদের অভিযোগের ভিত্তিতে আজ থেকেই অপরাধকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি সব সময়ই দক্ষিণ সুরমাকে অপরাধ মুক্ত রাখার জন্য সক্রিয় আছি। বিশেষ করে সর্বনাশা ভারতীয় তীরখেলা বন্ধে খেলার সাথে জড়িতদের আটক সহ সচেতনতার লক্ষ্যে উঠান বৈঠক করেছি। আপনাদের সহযোগিতা পেলে সব ধরনের অপরাধ নির্মূল করা সম্ভব। বিজ্ঞপ্তি