জৈন্তাপুরে আটক ছিনতাইকারী লাভলুর সঙ্গে বিএনপি নেতা আরিফ

admin
প্রকাশিত অক্টোবর ১, ২০১৯
জৈন্তাপুরে আটক ছিনতাইকারী লাভলুর সঙ্গে বিএনপি নেতা আরিফ

ডেস্ক রিপোর্ট:

তিন ছিনতাইকারীকে গত ৫ আগস্ট সিলেট জেলার জৈন্তাপুর মডেল থানার পুলিশ জনগণের সহযোগিতায় আটক করে। ৬ আগস্ট তাদের পাঠানো হয় জেলহাজতে।

গ্রেফতারকৃত ছিনতাইকারীরা হলো সিলেটের শাহজালাল উপশহরের ডি ব্লকের ২৭ নং রোডের ৭ নং বাসার মুজিবুর রহমান চৌধুরী ওরফে লাল মেম্বারের ছেলে আতিকুর রহমান চৌধুরী লাভলু(৩৫), জকিগঞ্জ থানার পরচক গ্রামের মৃত একরামুল চৌধুরীর পুত্র বদরুল হক চৌধুরী ফাহিম(৩২) ও কানাইঘাট উপজেলার বড়বন্দ লাকটিলা গ্রামের আবদুস সালামের ছেলে মঞ্জুর উদ্দিন(৩২)।

পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানায় শাপলা ফিলিং স্টেশনের কর্মচারি বাহার উদ্দিন, শাহাব উদ্দিন ও শহিদ মিয়া টমটম গাড়িযোগে পূবালী ব্যাংকে যাওয়ার পথে জৈন্তা ডিগ্রি কলেজ এলাকায় টমটমের গতিরোধ করে টাকা ছিনতাই করে পালিয়ে যায়। এসময় বাহার, সাহাব ও শহিদের চিতকারে লোকজন এগিয়ে এসে লাভলু ও ফাহিমকে আটক করতে সক্ষম হলেও বাকিরা কানাইঘাটের নানকা চা বাগান দিয়ে পালিয়ে যায়। পুলিশ পরে নানকা চা বাগান এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের অন্যতম সদস্য মঞ্জুরকে ১ লাখ ১০ হাজার টাকাসহ গ্রেফতার করে। জৈন্তাপুর থানার ওসি শ্যামল বনিক উল্লেখ করেন এলাকাবাসীর সহযোগিতায় তাদের আটক করা সম্ভব হয়েছে।

এই ছিনতাইকারী দলের নেতা লাভলু নাকি এক সময় বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের সঙ্গে যুক্ত ছিল। সে তখন থেকেই অপরাধমূল কর্মকান্ড, বিশেষ করে ছিনতাই রাহাজানী করতো।

তার শেল্টারদাতা হিসেবে তখন পর্যন্ত কাউকে পাওয়া যায়নি। তবে বিএনপি নেতা আরিফুল হক চৌধুরীর সাথে তার ঘনিষ্ঠ ছবি পাওয়া গেছে। এতে ধারনা করা হচ্ছে ছাত্রদলে থাকাবস্থায় আপদে বিপদে লাভলু আশ্রয় নিতো আরিফুল হক চৌধুরীর গাছের নিচে। বর্তমানে সেই সম্পর্ক বহাল রয়েছে কীনা তা কেউ জানেন না।

সৌজনৌ: সাপ্তাহিক বাংলার বারুদ