সংবাদদাতা, কুলাউড়া :
কুলাউড়ার বরমচাল ইউনিয়নের দেশে অবস্থানরত প্রবাসীদের সংবর্ধনার আয়োজন করেছে উত্তরভাগ ও পাঠানপাড়া প্রবাসী গ্রুপ।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৮টার দিকে উত্তরভাগ পাঠানপাড়া প্রবাসী গ্রুপের সাধারণ সম্পাদক আশরাফ খাঁন ইরনের পৃষ্টপোষকতায় স্থানীয় ফুলেরতলবাজারস্থ ডা. কাদির উদ্দিন মার্কেটে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
স্থানীয় সাবেক ইউপি সদস্য বাছিদুর রহমান আনারের সভাপতিত্বে এবং তরুণ সংগঠক ফয়েজ উদ্দিনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বরমচাল ডেভোল্যাপম্যান্ট এসোসিয়েশন (বিডিএ) -এর উপদেষ্ঠা হাজী ফারুক উদ্দিন সুন্দর।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরমচাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইছহাক চৌধুরী ইমরান, ফুলেরতলবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবুল হোসেন খান বাবলু, সাধারণ সম্পাদক হেলাল খান, ব্যবসায়ী সাহান উদ্দিন আহমদ, সাংবাদিক শাকির আহমদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরমচাল ইউপি সদস্য মোতাহের হোসেন শিশু, আশরাফুল ইসলাম রাজিব, ব্যবসায়ী আব্দুল জহুর ডেন, দলিল লেখক নাসির উদ্দিন বুলু, মফিজ খান, রিয়াজ উদ্দিন, রাসেল তালুকদার প্রমুখ।
অনুষ্ঠানের শেষার্ধে প্রবাসী খালেদ সিদ্দিকী, প্রবাসী আব্দুল হাকিম ইমরান, প্রবাসী সেলিম আহমদ, প্রবাসী রুহিন আহমদ, প্রবাসী সুমন আহমদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন অতিথিরা। এছাড়াও বরমচালের খেলাধুলায় বিশেষ অবদান রাখায় বরমচাল ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি খছরুজ্জামান খছরু ও সম্পাদক মো. জসীম উদ্দিনকেও শুভেচ্ছা স্মারক তুলে দেয়া হয়।