কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

 

কুলাউড়া প্রতিনিধি:

মৌলভীবাজার-কুলাউড়া সড়কের লুহাইউনি চা বাগান এলাকায় বাসের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত সাইফুল (৩৫) কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নের মীরশংকর এলাকার মৃত মাহমুদ আলীর ছেলে। তিনি মেসার্স আবুল খায়ের কোম্পানীতে মৌলভীবাজারে কর্মরত ছিলেন।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের লুহাইউনি চা বাগানে এ ঘটনাটি ঘটে।

শনিবার সকালে নিজ বাড়ি থেকে মৌলভীবাজারের কর্মস্থলে যাওয়ার সময় পথিমধ্যে কুলাউড়াগামী একটি বাসের সাথে ধাক্কা খায় সাইফুলের চালিত মোটরসাইকেলটি। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সাইফুল।

আইনী প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী।