এক মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা সর্বনিম্ন

 

ডেস্ক রিপোর্ট:

রাজধানী ঢাকাসহ সারাদেশে ভয়াবহ আকার‌ ধারণ করা ডেঙ্গু রোগের প্রকোপ আস্তে আস্তে কমে আসছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে ডেঙ্গু আক্রান্তের যে সংখ্যাটি জানানো হয়েছে তা বিশ্লেষণ করে দেখা গেছে গত এক মাসের মধ্যে এটি সর্বনিম্ন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুয়ায়ী, শনিবার সকাল ৮টার আগ পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে ৬০৭ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

এক মাস আগে গত ৭ আগস্ট এই সংখ্যাটি ছিল দুই হাজার ৪২৮ জন। এরপর আক্রান্তের সংখ্যা কয়েক দিন সামান্য কমলেও ১১ আগস্ট আবার দুই হাজার ৩৩৫ জনে উঠে।

শুক্রবার ডেঙ্গু জ্বর নিয়ে ৭৯৩ জন হাসপাতালে ভর্তি হন। শনিবার প্রায় দুই’শজন কমে সংখ্যাটি ৩০ দিনে সর্বনিম্ন পর্যায়ে নেমে এলো।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছর এই পর্যন্ত ৭৫ হাজার ৭৫৩ জনকে হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে শুধু আগস্ট মাসেই আক্রান্ত হন ৫২ হাজার ৬৩৬ জন।

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ৩৩ জন, এসএমসি ও মিটফোর্ড হাসপাতালে ৩৫ জন, ঢাকা শিশু হাসপাতালে দুজন এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ১৯ জন ভর্তি হয়েছেন।

বিএসএমএমইউতে ১৬ জন, রাজারবাগ পুলিশ হাসপাতালে তিনজন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ৩৫ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে পাঁচজন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১৫ জন রোগী ভর্তি হয়েছেন। অন্যদিকে, ঢাকা শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে নতুনভাবে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৭০ জন রোগী।

এর পাশাপাশি ঢাকা বিভাগের জেলা শহরগুলোতে ৭৫ জন, চট্টগ্রাম বিভাগে ৪৭ জন ও খুলনা বিভাগে ১১৫ জন, রংপুর বিভাগে ১১ জন, রাজশাহী বিভাগে ৩৯ জন, বরিশাল বিভাগে ৬৩ জন, সিলেট বিভাগে ১১ জন, ময়মনসিংহ বিভাগে ১৩ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।