গোয়াইনঘাটের ফারাবী এখন অক্সফোর্ডের ছাত্র

 

নিজস্ব প্রতিবেদক:

বিশ্বের প্রাচীনতম ও মর্যাদাশালী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ইনজিনীয়ারিং (engineering) পড়ার সুযোগ পেয়েছেন গোয়াইনঘাটের ফারাবী।

আহনাফ ওয়ারিছ ফারাবী গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের মহিষখেড় গ্রামের ওয়ারিছ উদ্দিন ও শিরিন আহমদ চৌধুরী দম্পত্তির সন্তান।

বিশ্বের অত্যন্ত প্রতিযোগীতাপূর্ণ অক্সফোর্ডে ইনজিনীয়ারিং এর ছয়টি বিষয়ের ১৬৭ আসনের মধ্যে ফারাবী নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন।

ফারাবী পিতামাতার সাথে মাত্র চার বছর বয়সে বিলাতে পাড়ি জমান। সেখান থেকেই শুরু হয় ফারবীর শিক্ষা জীবন। প্রাইমারি স্কুলের প্রতিটি পরিক্ষায় ফারাবীর রয়েছে কৃতিত্বের সাক্ষর। খেলাধুলায় রয়েছে তার প্রচুর আগ্রহ। সে নিয়মিত ফুটবল, হকি, ব্যাডমিনটন, বাস্কেটবল, ক্রিকেট খেলত। ফারাবীর নেতৃত্বে ২০১০ সালে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত খেলায় তার প্রাইমারি স্কুল মেরিয়েন রিচার্ডসন লন্ডনের তৃতীয় সেরা ক্রিকেট টিমের স্থান দখল করে।

২০১২ সালের লন্ডন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ফারাবী গার্ড অব অনারের দায়িত্ব পালনের জন্যও নির্বাচিত হন।

সেকেন্ডারি স্কুলে এসেও ফারাবী বৃটেনের কারীকুলাম অনুযায়ী গিফটেড এন্ড টেলেনটেড ছাত্র হিসেবে চিহ্নীত হয়। নবম শ্রেণীতে থাকাকালীন প্রথম কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ভ্রমনের সুযোগপান। এছাড়াও ফারাবী বিশ্ব বিখ্যাত কেমব্রিজ,অক্সফোর্ড, লন্ডন স্কুল অব
ইকোনমিকস, ইমপেরিয়াল, নর্থামটন, কিংস কলেজসহ লন্ডন ইউনিভার্সিটিতে নিয়মিত সামার প্রোগ্রামে অংশগ্রহণ করেন।

জিসিএসই(GCSE) পরিক্ষায় ১০টি বিষয়ে এ স্টার ও দুটি বিষয়ে এ পান। এ লেভেল পরিক্ষায় লন্ডনের সেরা স্কুল নিউহ্যাম সিক্স ফর্ম কলেজিয়েট থেকে দুটি বিষয়ে এ স্টার এবং দুটি বিষয়ে এ গ্রেড লাভ করেন। নিয়ম অনুযায়ী বৃটেনের একজন ছাত্র
সর্বোচ্চ পাঁচটি বিশ্ববিদ্যালয় ভর্তির আবেদন করতে পারে। বৃটেনের টপ পাঁচটি বিশ্ববিদ্যালয়ই ফারাবীকে ভর্তির সুযোগ প্রদান করেছিল। তার মধ্যে থেকে সে
অক্সফোর্ডে পড়ার সিদ্ধান্ত গ্রহণ করে।

ফারাবী বিশ্বখ্যাত রেসিং কার ফর্মুলা-১ এবং flying car concept নিয়ে ভবিষ্যতে
গবেষণা করতে ইচ্ছুক। এ নিয়ে ইতিপুর্বে সে কয়েকটি সেমিনারে অংশগ্রহণ করেছে।
পড়াশুনা শেষে কমিউনিটির অবহেলিত মানুষের জন্য কাজ করতে চান।

ফারাবীর পিতা ব্যাংকের সাবেক সিনিয়র কর্মকর্তা এবং বর্তমানে বিলেতে একটি মানি এক্সচেঞ্জ হাউজে কর্মরত এবং মাতা লন্ডনের একটি স্কুলে শিক্ষকতা পেশায়
নিয়োজিত। ফারাবী সকলের দোয়া প্রার্থী।