বাংলাদেশ সীমান্তে ভারতের লেজার ওয়াল, স্মার্ট সেন্সর

 

আন্তর্জাতিক ডেস্ক

বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদার করছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। এজন্য বেশ কিছু পদক্ষেপ নিতে চলেছে দেশটি। সেই পদক্ষেপের অংশ হিসেবে বাংলাদেশ সীমান্তে লেজার ওয়ালের পাশপাশি স্মার্ট সেন্সর প্রযুক্তি বসাবে ভারত। বিএসএফ সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম।

আগামী এক বছরের মধ্যেই বাংলাদেশ সীমান্তের বিশেষ জায়গাগুলি চিহ্নিত করবে বিএসএফ। পাশাপাশি নদী বা জলাভূমিতে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করবে তারা। যেসব অঞ্চলে স্বাভাবিকভাবে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব না সেসব অঞ্চলে লেজার ওয়াল ও স্মার্ট সেন্সর প্রযুক্তি ব্যবহার করা হবে যা রাতে এমনকি কুয়াশার মধ্যেও সক্রিয় থাকবে।

বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশকেও (বিজিবি) নিজেদের এলাকায় একই ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রথমবারের মতো বাংলাদেশ সীমান্তে লেজার ওয়াল ও স্মার্ট সেন্সর প্রযুক্তি ব্যবহার করবে ভারত। আগে থেকে পাকিস্তান সীমান্তে এই প্রযুক্তি ব্যবহার করে ভারত। এই কর্মসূচি সফল করতে যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয় প্রক্রিয়া এরইমধ্যে শুরু হয়েছে।