আফগান প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্র সফর বাতিল

 

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মাদ আশরাফ ঘানি তার পূর্ব নির্ধারিত যুক্তরাষ্ট্র সফর স্থগিত করেছেন। আফগান প্রেসিডেন্টের দপ্তর শুক্রবার জানিয়েছে, শনিবার ১৩ সদস্যের প্রতিনিধিদল নিয়ে আশরাফ ঘানির ওয়াশিংটন সফরে যাওয়ার কথা ছিল কিন্তু একদিন আগে তা স্থগিত করা হয়েছে।

এ সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আশরাফ ঘানির সাক্ষাৎ হওয়ার কথা ছিল। সফর বাতিলের কারণ সম্পর্কে আফগান প্রেসিডেন্টের দপ্তর কিছু জানায়নি এবং এ সফরের পরবর্তী তারিখও নির্ধারিত হয়নি।

আফগান সরকারকে উপেক্ষা করে তালেবানের সঙ্গে গত এক বছরেরও বেশি সময় ধরে সরাসরি আলোচনা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এ ব্যাপারে কাবুল বারবার প্রতিবাদ জানালেও ওয়াশিংটন দাবি করেছে, তালেবানই আফগান সরকারের সঙ্গে আলোচনায় বসতে ইচ্ছুক নয়।

কিন্তু মার্কিন সরকারের এ দাবিতে সন্তুষ্ট হতে পারেনি কাবুল সরকার। তালেবান ও যুক্তরাষ্ট্র তাদের কথিত শান্তি আলোচনায় একটি সমঝোতার কাছাকাছি পৌঁছে গেছে বলে জানানো হয়েছে। এনিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আশরাফ ঘানি।