টুইটার প্রতিষ্ঠাতার একাউন্ট হ্যাকড

 

ডেস্ক রিপোর্ট:

টুইটারের অন্যতম প্রতিষ্ঠাতা জ্যাক ডোরসে’র একাউন্ট হ্যাক হয়েছে। এরপর তাতে পোস্ট করা হয়েছে নানা বর্ণবাদী লেখা। এ নিয়ে টুইটার কর্তৃপক্ষ তদন্ত করছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। এ খবর দিয়েছে অনলাইন স্কাই নিউজ।

এতে বলা হয় জ্যাক ডোরসে’র অনুসারীর সংখ্যা ৪২ লাখ। শুক্রবার রাতে তারা দেখতে পান তার পেজে আপত্তিকর সব পোস্ট। এর মধ্যে টুইটার সদর দপ্তরে বোমা হামলার হুমকি সম্বলিত ভুয়া রিপোর্ট প্রকাশ করা হয়।