দক্ষিণ চীন সাগর পরিস্থিতি ‘উত্তপ্ত’ করছে আমেরিকা: বেইজিং

 

অনলাইন ডেস্ক

দক্ষিণ চীন সাগর পরিস্থিতিকে ‘বিদ্বেষপূর্ণভাবে উত্তপ্ত করছে’ আমেরিকা। ভিয়েতনামের দাবিকৃত পানিসীমায় চীন ‘জবরদস্তিমূলক হস্তক্ষেপ করছে’ বলে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করার পর এই অভিযোগ করল বেইজিং।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং মঙ্গলবার বেইজিং-এ এক সংবাদ সম্মেলনে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বারবার চীনের বিরুদ্ধে হঠকারী মন্তব্য ও অনাকাঙ্ক্ষিত সমালোচনা করছে।

এছাড়া তিনি অভিযোগ করেন আমেরিকা ‘বাস্তবতাকে বিকৃত করে অকাট্য সত্য সম্পর্কে বিভ্রান্তি ছড়াচ্ছে’ ।

সেইসঙ্গে শুয়াং এ ধরনের ‘উত্তেজনা সৃষ্টিকারী আচরণ’ পরিহার করে আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুগুলোতে ‘ইতিবাচক ও গঠনমূলক’ ভূমিকা পালন করার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানান।

পেন্টাগনের পক্ষ থেকে সম্প্রতি বলা হয়ন দক্ষিণ চীন সাগরে ভিয়েতনামের দীর্ঘদিনের তেল ও গ্যাস তৎপরতায় আবার জবরদস্তিমূলক হস্তক্ষেপ শুরু করেছে বেইজিং।