‘‘বাংলাদেশ থেকে অবৈধ মাল আসছে’’, সতর্কতা ভারতের

 

অনলাইন ডেস্ক

বাংলাদেশ থেকে রপ্তানি করা পন্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। ভারত-বাংলাদেশ অবাধ বাণিজ্যের সুযোগ নিয়ে অন্য দেশের কাপড় বাংলাদেশ মারফত ভারতে আনা হচ্ছে বলে দাবি, ভারতীয় ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স বা DRI-এর। দেশটির রাজস্ব বিভাগের গোয়েন্দাদের তরফে এই নিয়ে সীমান্তের কর্মকর্তাদের সতর্কও করা হয়েছে।ইকনমিক টাইমস।

এই নিয়ে শুল্ক দফতরের কর্মকর্তাদের সতর্ক করে DRI বলেছে, বাংলাদেশ থেকে আমদানি করা পণ্য ভালো করে খতিয়ে ও সার্টিফিকেট দেখেই ছাড়তে নির্দেশ দেওয়া হচ্ছে।

‘বাংলাদেশকে ব্যবহার করে অবৈধ আমদানির চেষ্টা নিয়ে উদ্বেগ রয়েছে।’ নাম প্রকাশে অনিচ্ছুক এক কেন্দ্রীয় কর্মকর্তা ইকনমিক টাইমস-কে একথা বলেছেন। তার দাবি, কেন্দ্রীয় সংস্থা চায় বাংলাদেশ থেকে শুধু বাংলাদেশি পণ্য আমদানি করা হোক।

এই অভিযোগে গত আগস্টে ভারতের ফিউচার এন্টারপ্রাইসকে নোটিশ দিয়েছে DRI। তাদের ৮৩টি আমদানির উপর শো-কজ নোটিশ দেয়া হয়েছে। অভিযোগ, ওই কাপড়গুলি অন্য দেশ থেকে কিনে বাংলাদেশের মাধ্যমে আনা হয়েছে। যাতে শুল্ক কর দিতে না হয়।

ইকনমিক টাইমস জানায়, ভবিষ্যতে ‘এই পদ্ধতিতে’ অবৈধ আমদানি রুখতে সক্রিয় হচ্ছে DRI। এই বিষয়ে চিঠি দেওয়া হয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়কেও।